Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়

জয়পুরহাট সদর, জয়পুরহাট।

দপ্তর প্রধানের পদবীঃ উপজেলা নির্বাচন অফিসার

কার্যক্রমঃ

১।     অফিস প্রধান হিসাবে প্রশাসনিক ও আর্থিক কার্যাদি সম্পাদন। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ভ্রমন ভাতা অনুমোদন।

২।    ভোটার তালিকা সংক্রান্ত কাজ-

[   ভোটার তালিকা হালনাগাদ করণ ও রেজিস্ট্রেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন।

[   ভোটার রেজিস্ট্রেশনে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার গণের প্রশিক্ষন কর্মসূচী বাস্তবায়ন ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন।

 

৩।    নির্বাচন পরিচালনাঃ

[নির্বাচন কমিশনের নির্দেশে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন।

[   জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার এবং স্থানীয় সরকার নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন।

৪।     প্রশিক্ষনঃ

[   নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মসূচী সঠিক বাস্তবায়ন ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন।

৫।    লজিস্টিক সংগ্রহ বিতরণ ও সংরক্ষনঃ

[   স্বচ্ছ ব্যালট বাক্স, সীল, ছবিসহ ভোটার তালিকা ল্যাপটপ সহ ভোটার রেজিস্ট্রেশনের যাবতীয় সরঞ্জামাদি, ব্যালট পেপার, সীল, মনিহারী দ্রব্যাদি ও অন্যান্য নির্বাচনী মালামাল।

৬।    আর্থিক দায়িত্বঃ

[   অফিসের সাধারণ বাজেট, সকল নির্বাচনের বাজেট ও ভোটার রেজিস্ট্রেশনের বাজেট প্রস্তুত ও উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য প্রেরণ। 

৭।    জাতীয় পরিচয়পত্র সংক্রামত্মঃ

[   জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিধি মোতাবেক দায়িত্ব পালন।

৮।    অন্যান্যঃ

[উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন পাইলট প্রকল্প গ্রহণ তদন্ত পরিচালনা এবং সময়ে সময়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।